শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেগুনবাগিচা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে। তার পরনে ছিল ময়লাযুক্ত চেক লুঙ্গি ও  প্রিন্টের চাদর।

[৩] সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপ পরিদর্শক এসআই ইমন মো. ইসতিয়াক। তিনি বলেন, বুধবার  সকাল ৯ টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানাধীন তোপ খানা রোড সেগুনবাগিচা এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] এসআই আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়