শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধ ছিল ঢিলেঢালা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, বাসসহ ৯টি যানে আগুন 

মাসুদ আলম: [২] বিএনপি-জামায়াতের ডাকা ১০ দফা অবরোধের প্রথমদিন বুধবার  রাজধানীসহ সারাদেশে ঢিলেঢালা পালিত হয়েছে।  অবরোধে বিএনপি ও সহযোগি সংগঠনগুলোর সিনিয়র নেতাদের মাঠে দেখা মেলেনি। 

[৩] রাজধানী থেকে দূরপাল্লার অনেক বাস ছেড়ে গেছে। অবরোধে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে সড়কে যানবাহনের চাপ ছিলো। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। 

[৪] নাশকতা এড়াতে সারাদেশে সতর্ক অবস্থানে ছিলো র‌্যাব-পুলিশ। দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে এস্কর্ট প্রদান করে র‌্যাব। র‌্যাবের ৪২২টি টহল টিম মাঠে ছিলো। এছাড়া ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো। এছাড়া মোড়ে মোড়ে অবস্থান ছিলো আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।  

[৫] মঙ্গলবার গভীর রাতে রাজধানীর আফতাব নগরে একটি বাসে আগুন দেয়া হয়। বুধবার সকালে  খিলগাঁওয়ে তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) আগুন দেয়া হয়। বিকেলে মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের  ৩টি বাসে আগুন দেয়া হয়।

[৬] সকালে জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বাবুবাজার ব্রিজে আগুন জ্বালিয়ে মিছিল করে। এসময় পুলিশ তিনজনকে আটক করে। শহীদবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা, সেগুনবাগিচা এলাকায় ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এছাড়া গুলশান, মতিঝিল, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি ও  সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।  দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মিরা বলে আমাদেন নতুন সময়ের প্রতিনিধিরা জানিয়েছে। । 

[৭] বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় বড় কুসিয়ায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। গাজীপুর চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যাত্রী সেজে একটি বাসে  আগুন দেয়া হয়। মঙ্গলবার গভীর রাতে বগুড়ায় খড়বোঝাই ট্রাকে আগুন দেয়া হয়। 

[৮] খিলগাঁও, শ্যামলী, গেন্ডারিয়া ও ধানমন্ডিতে ঝটিকা মিছিল করে জামায়াতা-শিবিরের নেতাকর্মীরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়