শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০১:২৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে পুলিশকে ছুরিকাঘাত, মানসিক বিকারগস্তসহ আটক ৩

মো. রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোরে মূলহোতা আব্দুর রউফকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। তবে বাকি দু’জনের নাম জানা যায়নি।

তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে শনিবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে আব্দুর রউফকে আটক করে পুলিশ। 

এর আগে, শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে আব্দুর রউফের দুই সহযোগীকে আটক করা হয়।

তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) আলী আজম  বলেন, ‘পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আব্দুর রউফকে ভোর ৫টার দিকে আটক করা হয়েছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন।দীর্ঘদিন নেশা করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। কিছুদিন আগেও তাকে রিহ্যাবে পাঠিয়ে  চিকিৎসা দেওয়া হয়েছিল।

আরআইএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়