শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০১:২৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে পুলিশকে ছুরিকাঘাত, মানসিক বিকারগস্তসহ আটক ৩

মো. রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোরে মূলহোতা আব্দুর রউফকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। তবে বাকি দু’জনের নাম জানা যায়নি।

তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে শনিবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে আব্দুর রউফকে আটক করে পুলিশ। 

এর আগে, শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে আব্দুর রউফের দুই সহযোগীকে আটক করা হয়।

তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) আলী আজম  বলেন, ‘পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আব্দুর রউফকে ভোর ৫টার দিকে আটক করা হয়েছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন।দীর্ঘদিন নেশা করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। কিছুদিন আগেও তাকে রিহ্যাবে পাঠিয়ে  চিকিৎসা দেওয়া হয়েছিল।

আরআইএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়