শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৩, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৩, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে আহতদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে আহতদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

জাফর খান: রোববার সকালে রাজধানীর প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনের  বিষ্ফোরণের সময় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি আশেপাশের সকল দোকান ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি । 

বিষ্ফোরণে নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। তারা সবাই বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকী একজনের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। বিস্ফোরণের সময় তিনি ভবনটির নিচে অবস্থান করছিলেন। এসময় তাঁর মাথায় ভারী জিনিস পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়।

আহত নূর নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে বাস করেন। পড়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে দুর্ঘটনায় দগ্ধ হয়ে বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৫ জনই ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির বলে জানা গেছে । দগ্ধরা হচ্ছেন, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আকবর আলী (৫২) তার ৩৭% শতাংশ, একই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাফিজুর রহমান (৩২)৮% শতাংশ, অফিস পিয়ন জহুর আলী (৫৬) ৪৪% শতাংশ, অফিস এক্সিকিউটিভ আশরাফুজামান(৩৬) ৬% শতাংশ ও একই অফিসের এমপ্লয়ার আশা আক্তার (২৫) ৩৮% শতাংশ। 

বার্ন ইউনিটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, আমাদের এখানে ৬ জন রোগী এসেছিল, এর মধ্যে ৫ জন দগ্ধকে ভর্তি দেয়া হয়েছে। নুর নবীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য সব ইন্জুরী থাকায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, পাঁচ জনের শ্বাস নালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কাউকে আশংকা মুক্ত বলতে পারি না। তাবে দু'জনের দগ্ধের পরিমান কম থাকায় তারা একটু ভালো আছেন বলা যায়। বাকিরা আশংকাজনক। 

রোববার বেলা ১১টার কিছু আগে ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  

ঘটনাস্থলে দেখা গেছে, ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়ে। তিনতলা ওই ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। 

এছাড়াও আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন থাকায় সেখানকার মানুষ এসময় আতঙ্কে নিচে নেমে আসেন। ভবনের তৃতীয় তলায় নিউ জেনারেশন, লায়রা প্রোডাক্ট, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

জেকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়