শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

বৈরি আবহাওয়ার বিষয়টি আমলে নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুউটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের অনলাইন কর্মসূচি ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে সামাজিক মাধ্যমসহ যত মাধ্যম রয়েছে, সবগুলোতে আপনারা প্রচার করবেন। ধরুন, যারা একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদীকে উৎসর্গ করে নজরুল সঙ্গীত পোস্ট করবেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আবহাওয়ার খোঁজ নিয়ে দেখেছি, আগামীকাল খারাপ থাকবে। এ জন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে। ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গানসহ যা কিছু রয়েছে, শহীদ ওসমান হাদীর জন্য সেগুলা আপনারা জনতার কাছে দেশে-বিদেশে পৌঁছে দিবেন।

তিনি আরও বলেন, আগামী দুই দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব। তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে শামিল হওয়ার আহ্বান জানাব। যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, এখানে (শাহবাগে) নাম ধরে ধরে বলে দেব, কারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়