ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
এদিন সকাল থেকেই দলবদ্ধভাবে নগরবাসী মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য মানুষ হাদির শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় ছুটে এসেছেন।
রাজশাহী থেকে আসা জুলাই যোদ্ধা মনজুর হোসেন জানান, তিনি রাতে রাজশাহী থেকে মিরপুরে মামার বাসায় অবস্থান নেন। সকালে মেট্রোরেলে রওনা দিলেও অতিরিক্ত ভিড়ের কারণে এখনো ট্রেনে উঠতে পারেননি। নির্ধারিত সময়ে জানাজায় পৌঁছাতে পারবেন কি না, সে বিষয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।
অন্য দিকে মুন্সিগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী সুমন মিয়া বলেন, শুধু জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি গত রাতে মিরপুরের শেওড়াপাড়ায় আত্মীয়ের বাসায় ওঠেন। তার ভাষায়, এমন একজন দেশপ্রেমিক মানুষের জানাজায় অংশ নিতে পারা ভাগ্যের বিষয়। তবে মেট্রো পাস না থাকায় এবং অতিরিক্ত ভিড়ের কারণে জানাজায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি।
মেট্রোরেলে অতিরিক্ত ভিড় সামাল দিতে না পেরে অনেকেই পায়ে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা দিয়েছেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে মানুষের উপস্থিতি আরও বাড়ছে।