শিরোনাম
◈ ১১ ছক্কায় টিম ডে‌ভি‌ডের দ্রুততম সেঞ্চুরি, সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ কক্সবাজার মেরিন ড্রাইভ ও ঝাউবনে তীব্র ভাঙন, যান চলাচল ঝুঁকিতে ◈ একটি সুন্দর জিনিসকে কিভাবে অসুন্দর করতে হয় তা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ পতিত শক্তি নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার, অতঃপর... ◈ ‌‌‌৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল হায়দার ◈ ইউএস-বাংলাকে ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নেপালের আদালতের নির্দেশ: কাঠমান্ডু পোস্ট ◈ জুলাই গণ-অভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২ ◈ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতে ১৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা:  এবার মুখ খুললেন তার স্ত্রী (ভিডিও)

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সাহিনুদ্দীনকে হত্যার ঘটনায় মূল আসামিরা এখনো অধরা থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে সাহিনুদ্দীনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী।

সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে নিহত সাহিনুদ্দীনের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে এই আকুতি জানান। তিনি বলেন, তার স্বামীর ব্যবসা নিয়ে স্থানীয় সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে সমস্যা করে আসছিল। তারা ব্যবসার অংশীদারত্ব অথবা প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তার স্বামী এতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

ঘটনার দিনের বর্ণনা দিয়ে তিনি বলেন, "সমস্যার সমাধান করার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, কথা বলার এক পর্যায়ে তার কলার ধরে টেনেহিঁচড়ে তাকে বাইরে নিয়ে যাওয়া হয় এবং মিটফোর্ডের তিন নম্বর গেটের কাছে নিয়ে বড় পাথর দিয়ে নৃশংসভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়।"

নিহতের স্ত্রী আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতাদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি টিটু, রাকেশ, কাইয়ুম মোল্লাসহ মূল আসামিদের নাম উল্লেখ করে বলেন, "যতদিন তারা বাইরে থাকবে, ততদিন আমরা আতঙ্কে থাকব। আমি আমার ছেলেমেয়েদের নিয়ে স্কুলে যেতে পারছি না, ভয়ে ঘরের বাইরে বের হতে পারছি না। আমার স্বামীর দোকান বন্ধ, আমাদের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমরা অর্থনৈতিক ও মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে আছি।"

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "যারা এমন নিষ্ঠুরভাবে একজন মানুষকে হত্যা করতে পারে, তাদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। আমি চাই না আমার মতো আর কোনো বোন বিধবা হোক, আমার ছেলেমেয়ের মতো আর কোনো শিশু এতিম হোক।"

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখন ন্যায়বিচার ও নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। তারা মনে করেন, সকল খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের এই আতঙ্ক কাটবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়