মামুন হোসেন: [২] বুর্কিনা ফাসোর সেনাবাহিনী ঘোষণা করেছে তারা রাষ্ট্রপতি রচ কাবোরকে পদচ্যুত করে, সরকার ও জাতীয় পরিষদ ভেঙে দিয়েছে এবং সংবিধান স্থগিত করেছে এবং দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। আল-জাজিরা
[৩] সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামিবার স্বাক্ষরিত ঘোষণা পত্র পাঠ করেন এক সেনা কর্মকর্তা। এই বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা ছাড়াই ক্ষমতা দখল করা হয়েছে এবং যাদের আটক করা হয়েছে তারা নিরাপদ স্থানে রাখা হয়েছে। দেশটির সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী যথা সময়ে সাংবিধানিক আদেশ পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং দেশব্যাপী রাত্রিকালীন কারফিউ বলবৎ করা হবে।
[৪] জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি অস্ত্রের জোরে সরকার দখলের যেকোন চেষ্টার তীব্র নিন্দা করেন। ঘটনাটিকে অভ্যুত্থান বলে অভিহিত করেন তিনি।