মহসীন কবির: [২] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শনিবার সকাল পর্যন্ত তবে কেউ এখনও অনশন ভাঙ্গেন নি। ৮ জন শিক্ষার্থী অনশনরত রয়েছেন।
[৩] শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ জন মেয়ে ৭ জন ছেলে রয়েছেন। অনশনরত অস্থায় এক জন রাগিব বারেয়া, এক জন মাউন্ড এডোরা এবং ১১ জন এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
[৫] দায়িত্বপালনরত চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে ১১ জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। তাদের মধ্যে কারো গ্লুকোজ লেভেল কমে গেছে। কারও ব্লাড প্রেশার লো হয়ে গেছে। তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিকেলে রেফার করা হচ্ছে।