শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০৮:৪১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ট্রেনে ফিসফিস স্বরে কথা চাই, যাত্রীদের ‘সৌজন্য’ শেখাতে কড়া পথ নিচ্ছে রেল

ডেস্ক রিপোর্ট : [২] ট্রেনকে বাড়ির বৈঠকখানা বানানো চলবে না। রাত পর্যন্ত চিৎকার করে কথা বলা, আলো জ্বেলে রেখে খাওয়া দাওয়া করা এ সব বন্ধ করে দিতে চাইছে ভারতীয় রেল। তার বদলে রেলযাত্রীদের সৌজন্যের পাঠ নিতে হবে। নির্দিষ্ট সময়ে আলো নিভিয়ে ফেলা, জোরে কথা বলা বন্ধ করার শিক্ষা নিতে হবে। মেনে চলতে হবে কড়া নিয়ম। সব মিলিয়ে কোনও ভাবেই সহযাত্রীদের সমস্যার কারণ তৈরি করা যাবে না। আনন্দবাজার

[৩] সম্প্রতি রেল মন্ত্রকের পক্ষে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যাত্রীরা যাতে তিনটি নিয়ম মেনে চলেন সে ব্যাপারে সতর্ক হতে হবে রেলকর্মীদের। প্রথমত, জোরে জোরে ফোনে কথা বলা যাবে না। জোরে গান চালানো যাবে না সফরের সময়। দ্বিতীয়ত, রাত ১০টা বেজে গেলে কামরার ভিতরে কোনও আলো জ্বেলে রাখা যাবে না। খেয়াল রাখতে হবে আলোর জন্য অন্য কোনও যাত্রীর যেন সমস্যা না হয়। তৃতীয়ত, রাত ১০টার পরে নিজেদের মধ্যে জোরে জোরে কথাও বলা যাবে না। সাধারণ কথাবার্তা যতটা সম্ভব ফিসফিস স্বরে সারতে হবে।

[৪] এই নিয়ম ভাঙলে কি জরিমানা হতে পারে? গত ৬ জানুয়ারি রেলের সব জোনের কাছে রেলবোর্ডের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে তাতে সে কথাও বলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রেলের যা সিদ্ধান্ত, যাত্রীদের সৌজন্যের শিক্ষা দেওয়ার জন্য কোনও রকম জরিমানা থাকছে না। সেই সঙ্গে রেলকর্মীদের এমন নির্দেশও দেওয়া হয়েছে যে যাত্রীদের এই সব নিয়ম মানতে যেন বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়। খেয়াল রাখতে হবে কোনও যাত্রী যেন অভিযোগ জানাতে না পারেন। সেই সঙ্গে রেলকর্মীদের খেয়াল রাখতে হবে যাতে প্রবীণ, শারীরিক ভাবে অক্ষম, রোগী এবং একলা সফর করা মহিলা যাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়