শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৩৫ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

কায়সার হামিদ : [২]  মো. দুলাল (৩০)কে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

[৩] বৃহস্পতিবার  (২০ জানুয়ারি)  সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে আটক করা হয়।র‍্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মাে. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান ।

[৪] তিনি বলেন, গেল বছরের ১৪ আগস্ট রত্নাপালং ইউনিয়নের তৈলীপাড়া গ্রামের নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি  পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন এবং উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামি করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন  একটি মামলা দায়ের করলে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপকভাবে আলােড়ন সৃষ্টি করে।

[৫] আটক ধর্ষক উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার রশিদ আহমদের পুত্র দুলাল (৩০)।

[৬] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

[৭] উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ধর্ষক মাে. দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলার আসামি ছিল। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়