শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৩৫ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

কায়সার হামিদ : [২]  মো. দুলাল (৩০)কে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

[৩] বৃহস্পতিবার  (২০ জানুয়ারি)  সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে আটক করা হয়।র‍্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মাে. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান ।

[৪] তিনি বলেন, গেল বছরের ১৪ আগস্ট রত্নাপালং ইউনিয়নের তৈলীপাড়া গ্রামের নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি  পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন এবং উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামি করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন  একটি মামলা দায়ের করলে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপকভাবে আলােড়ন সৃষ্টি করে।

[৫] আটক ধর্ষক উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার রশিদ আহমদের পুত্র দুলাল (৩০)।

[৬] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

[৭] উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ধর্ষক মাে. দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলার আসামি ছিল। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়