মাকসুদ রহমান: [২] দুই বছরের বেশি সময় হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতক হাকাতে পারেননি বিরাট কোহলি। তবে আইসিসির ব্যাটার র্যাকিংয়ে তিন ফরমেটেই নিজের অবস্থান টেনে ধরে রেখেছেন কোহলি।
[৩] ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আযমের কাছে বিরাট কোহলি র্যাকিংয়ে শীর্ষ স্থান হারানোর পর থেকেই বাবর আযমকে বিরাট কোহলির অন্যতম প্রতিপক্ষ মনে করা হচ্ছে। এবার সে প্রতিযোগীয় গর্জন দিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউট টেস্টেও দুই ইনিংসে ৫৪ গড়ে ১০৮ রান করে আইসিসির টেস্ট ব্যাটিং র্যাকিংয়ে দুই ধাপ এগিয়ে নবম থেকে সপ্তম অবস্থানে উঠে এসেছেন কোহলি। তবে অষ্টম স্থান থেকে নবম স্থানে নেমে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আযম। সম্পাদনা: এল আর বাদল।