শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশ-ট্যুর অপারেটরদের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত

আল আমীন : গতকাল মঙ্গলবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন, কার্য্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহের ট্যুর অপারেটরদের সাথে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ট্যুর অপারেটরদের পক্ষ হতে সাম্প্রতিক কালে ময়মনসিংহ অঞ্চলে বাংলাদেশের আভ্যন্তরীন পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। তারা আরো বলেন পর্যটন মৌসুমে আরো অধিক পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল-রেস্টুরেন্ট সমূহকে পর্যটন বান্ধব করা প্রয়োজন।

ময়মনসিংহের পর্যটনস্থান সমূহ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, হাওড়-বাওড়, পাহাড়ি জনপদ সমূহকে জাতীয়ভাবে পর্যটকদের কাছে পরিচিত করার লক্ষ্যে প্রচারণা চালানো প্রয়োজন। জীব বৈচিত্র ও প্রত্নসম্পদ যাতে পর্যটকরা বিনষ্ট করে পরিবেশের ক্ষতি করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে স্থানীয় জনগণকে সচেতন করার উপর জোর দেন। সভায় এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহের লোকজ উৎসবে ট্যুরিস্ট পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধিসহ পর্যটনের বিকাশে ট্যুর অপারেটরদের কার্যক্রমে নিরাপত্তায়
সহযোগিতা কামনা করেন।

ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ময়মনসিংহে পর্যটকদের দেহ ও সম্পত্তির নিরাপত্তা, জীব বৈচিত্র রক্ষা ও পর্যটকদের স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করতে ট্যুরিস্ট পুলিশের চলমান কার্যক্রম সমূহ তুলে ধরে বলেন, ট্যুর অপারেটরদের পর্যটন বিকাশে ও পর্যটকদের নিরাপত্তা বিধানে সকল প্রকার আইনি সহায়তা করার জন্য ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন অঙ্গীকারাবদ্ধ।

তিনি চলমান কোভিড সংক্রমণের ঊর্ধগতির মধ্যে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে পালন করে প্যাকেজ ট্যুর পরিচালনা করার জন্য আহবান জানান।

সভায় গ্রীন লিফ ট্যুরস্ধসঢ়; এর পরিচালক জনাব ইয়াজদানী কোরায়শী, আখালিয়া ট্যুরস্ধসঢ়; লিঃ এর পরিচালক আব্দুল কাদের চৌধুরী, ফ্রেন্ডশিপ ট্যুরস্ধসঢ়; এর পক্ষ থেকে জি.এম. রহমান ফিলিপ, সুমন চন্দ্র ঘোষ, ট্রাভেলস্ধসঢ়; ক্লাব এর পক্ষ থেকে মোঃ রেজাউল করিম রেজা, জারিফ ট্যুরস্ধসঢ়; এন্ড ট্রাভেলস্ধসঢ়; এর পরিচালক মোঃ আনিছ বিপ্লব, এ্যরেঞ্জার ট্যুরিজম এর প্রোপাইটর মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন, সাব-জোন পুলিশ পরিদর্শকিউপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়