মাকসুদ আলম: [২] উভয় দলই প্রথম খেলায় জয় পাওয়ায় এই ম্যাচটি এক রকম দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার উভয়ের জন্যই।
[৩] টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে দলীয় ১২ রানে ওপেনার উইলিকে ফেরান লংকান বোলার ম্যাথিউ। মিউল অর্ডারর কোন ব্যাটারই বেশি রান করতে না পারলেও অপর ওপেনার ক্যাম্পবেল করেন ৫৪ রান। অনেকটা দৃঢ় গিতেতে রান তোলা অজিরা ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে করে ১৭৫ রান ।
[৪] ডুনিথ ওয়েল্লালে ৫ উইকেট নিতে খরচ করেন ২৮ রান।