শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান এলে দুজনেই কাজ কিছুটা কমিয়ে দেবো: প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট: মাস কয়েক আগেই প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে। যার কারণ ছিল সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে প্রিয়াঙ্কার ‘জোনাস’ পদবী সরিয়ে ফেলা! চ্যানেলি আই

যদিও পরবর্তীতে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী, তার মা মধু চোপড়া এবং স্বামী নিক। তারই মাঝে এবার সন্তান নেওয়ার ব্যাপারে মুখ খুললেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান নেওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান যে, তিনি এবং নিক দু’জনেই সন্তান নিতে চান। তবে, সেটা যখন হবে তখন দেখা যাবে। এরপর যখন প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, তারা দু’জনেই তো খুব ব্যস্ত থাকেন! এই অবস্থায় সন্তান নেওয়া কতটা সম্ভব হবে।

উত্তরে দেশি প্রিয়াঙ্কা জবাব দেন, আমরা এতটাও ব্যস্ত না! সঙ্গে এটাও জানান একটা বাচ্চা তাদের জীবনে এলে দু’জনেই কাজ করা কিছুটা কমিয়ে দেবেন। আর এই নিয়ে তাদের কারো কোনো সমস্যা নেই।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যমে নিক জোনাস বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা একে অপরকে পেয়ে সত্যি ধন্য! আমাদের সম্পর্কের ভিত্তি খুব মজবুত। প্রত্যাশা করছি, আমরা অনেক সন্তানের বাবা-মা হতে পারব।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়