শিরোনাম
◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ ইনজুরিতে থাকা তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২২, ০১:৫৯ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২২, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ দিঘলদিতে অগ্নি সংযোগ, বোমা হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ফরহাদ হোসেন: ভোলার দক্ষিণ দিঘলদিতে নির্যাতন, অগ্নি সংযোগ, বোমা হামলা, নারীর সম্ভ্রমহানী ও লুটতরাজের ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের গাজিপুর রোডস্থ নিজ বাড়িতে দক্ষিণ দিঘলদী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নওশাদ হোসেন মুন এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নওশাদ হোসেন মুন লিখিত অভিযোগ করেন , তিনি জাতীর জনক বঙ্গবন্ধু ও তার সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোলা সদরের দক্ষিণ দিঘলদীতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। তার মার্কা হচ্ছে আনারস।

তিনি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র দাখিল করার পর থেকেই তার প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপনের নেতৃত্বে তার ক্যাডার ও গুন্ডা বাহীনি পুরো ইউনিয়নের সাধারন মানুষের উপর নির্যাতনের স্টীমরোলার চালানো শুরু করেছে। তার উপস্থিতিতে ক্যাডাররা দক্ষিণ দিঘলদী'র বটতলা বাজারে তার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। বাজারের ব্যবসায়ীদের দোকান-পাটে হামলা, লুটতরাজ ও ভাংচুর চালিয়ে সেগুলোতে তালাবদ্ধ করে রেখেছিলো। ঘটনা জানতে পেরে পুলিশ সুপার ওই তালা খুলে দেন।

এরপর থেকে সেখানে স্বপন বাহীনির তান্ডবলীলা থেমে থাকেনি। তার সমর্থন করায় একেরপর এক সাধারন ভোটারদের উপর নির্যাতন-নীপিড়ন ও হামলা অব্যহত রেখেছে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী স্বপনের বাহীনি। রাত-দিন বিরামহীনভাবে গ্রামের আনাচেকানাচে এসব সন্ত্রাসীরা গুলি বর্ষন ও বোমা ফাটিয়ে দক্ষিণ দিঘলদী'র জনপদকে অশান্ত করে তুলেছে।

স্বপন ও তার অস্ত্রধারীরা এ পর্যন্ত গ্রামের শতাধিক নারী-পুরুষকে হামলা করে আহত করেছে। স্বপনের লাইসেন্স করা অস্ত্রের সাথে আরো বহু অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে গুলি করছে। অথচ, তার (নওশাদ) লাইসেন্সকৃত অস্ত্রটি প্রশাসন জমা নিয়ে থানায় রেখেছেন, যা খুবই দুঃখজনক। নওশাদ আরো অভিযোগ করেন, স্বপনের ক্যাডাররা শুক্রবার ( ৩১ ডিসেম্বর) ভোররাতে তার গ্রামের বসত বাড়ীর বৈঠকখানাটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগামী ৫ জানুয়ারী তার কোন সমর্থকরা ভোট কেন্দ্রে গেলে তাদের হত্যা, গুম ও হামলা করে গুরুত্বর জখম করার হুমকি দিচ্ছে স্বপন ও তার স্বশস্ত্র সন্ত্রাসীরা।

নির্বাচনে তার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপন তার নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে হবে বলে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি দিচ্ছেন। ভোট কেন্দ্রের পরিবেশ বিনষ্ট ও কেন্দ্রে দখলে নিতে স্বপন তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও বলে বেড়াচ্ছেন। ইতিমধ্যে ভোট ডাকাতি করতে তার নিকটাত্নীয় জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন।

শুধু তা-ই নয়, স্বপন পরিবারের নিয়ন্ত্রিত বাংলাবাজারস্থ "ফাতেমা খানম"কলেজের অধিকাংশ শিক্ষকগণকে দক্ষিণ দিঘলদী'র ভোট কেন্দ্রেগুলোর প্রিসাইডিং ও পুলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা করেছেন। যাতে নিজেদের ইচ্ছেমত ভোট ডাকাতি করা যায়।

চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপনের ভাই উক্ত কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি। এসব নীল নকশা করে স্বপন বাহীনি এখন পুরো ইউনিয়নবাসীকে এক ভীতিকর অবস্থার মধ্যে জিম্মি করে রেখেছেন। গ্রামের মানুষের উপর ব্যাপকভাবে নির্যাতন চালাতে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ভাড়াটিয়া কয়েকশত স্বশস্ত্র ক্যাডারদেরকে দক্ষিণ দিঘলদীতে এনে রেখেছেন।

এরাই এখন প্রকাশ্যে গ্রামে অস্ত্রের মহড়া চালাচ্ছে। উদ্ভুত পরিস্থিততে দক্ষিণ দিঘলদীতে আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে সাধারণ ভোটাররা অবাধ ও শান্তিপূর্ন ভোট প্রদান করতে পারবেন কি-না সে বিষয়ে তিনি এবং এলাকার জনগণ খুবই সংশয় আর দ্বিধার মধ্যে রয়েছেন।

নওশাদ সাংবাদিকদের অনুরোধ করে বলেন, এসব ঘটনাগুলো যাচাই-বাচাই ও তদন্ত করে সাংবাদিকদের ক্ষুরধার লেখনির মাধ্যমে প্রশাসনের কানকে সজাগ করে দ্রুত ব্যবস্থা নিতে সেখানকার মানুষকে সহযোগিতা করার দাবী জানিয়েছেন।

এসময় সম্মেলনে কয়েকটি ক্ষতিগ্রস্থ পরিবার উপস্থিত ছিলো। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে মধ্যম বয়সি মোঃ কামাল হোসেন ও তার মাদ্রাসায় পড়ুয়া মেয়ে জানিয়েছেন লোমহর্ষক ঘটনা।

ওই ছাত্রী ও তার বাবা কামাল অভিযোগ করেন, তার মেয়ের হাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নওশাদ হোসেন মুন এর পোষ্টার ছিলো, বিষয়টি স্বপন জানতে পেরে একদল ক্যাডার পাঠালেন মেয়েটিকে তার দরবারে তুলে আনার জন্য। ক্যাডারা ফ্লিমি স্টাইলে মূহুর্তের মধ্যে চলে আসে মেয়েটির কাছে। এর পর স্বপন এর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রকার্শ্যে চলে টানা হেসরা। মেয়েটির ডাক চিৎকারে অন্যান্য মহিলারা তাকে রক্ষা করে।

এর পরে মেয়েটির বাবাকে চাপ দেওয়া হয় মেয়েটিকে সেই দরবারে নিয়ে যাওয়ার জন্য। নানিলে তাকে তুলে নেওয়ার হুমকি ধমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়