স্পোর্টস ডেস্ক : [২] দারুণ এক টি-২০ বিশ্বকাপ মিশন শেষ করেও ভারতের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ হেরে গেছে কিউইরা। এবার নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও বড় দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড।
[৩] চোটে পড়ে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। কনুইয়ের পুরানো চোট সেরে মাঠে ফিরতে অন্তত আট থেকে নয় সপ্তাহ সময় লাগতে পারে তার, এমনটাই জানিয়েছেন গ্যারি স্টেড। তাই আগামী জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও খেলা হচ্ছে না কিউই অধিনায়কের।
[৪] দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।- ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।