শাহীন খন্দকার: [২] গত ৭দিনে সারাদেশে ৫৫৭ জন ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি। এছাড়া ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি হাসপাতালে নতুন ভর্তি রোগী ২৮জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ জন।
[২] বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ২৫৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় রাজধানীর ৪৬টি সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে আরও বলা হয়, ঢাকা ছাড়া অন্যান্য বিভাগে ভর্তি ৭৬ জন।
[৩] চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৭৭৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪২৩ জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ঘণ্টায় নতুন মৃত্যু দুইজনসহ এপর্যন্ত সর্বমোট মৃত্যু ১০০ জনের মৃত্যু হয়েছে।