শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের স্পিনে ৭ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ

রাহুল রাজ: [২] মেঘলা আবহাওয়ার সুবিধা খুব একটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের বোলাররা। ঢাকা টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের দুই পেসার ইবাদত ও খালেদ মিলে নিয়েছেন দুটি উইকেট। তাই ব্যাট হাতে দাপট দেখিয়ে স্কোরবোর্ডে ৩০০ রান তুলেছে পাকিস্তান।

[৩] বাংলাদেশ বোলিংয়ে সুবিধা নিতে না পারলেও পাকিস্তান ঠিকই নিয়েছে। বল হাতে দুর্দান্ত করছেন স্পিনার সাজিদ খান। বল করতে নেমে ইনিংসের শুরুতেই ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। সাজিদ খানের বলে শূন্য রানেই বিদায় নিয়েছেন অভিষিক্ত ওপেনার মাহমুদুল হাসান। এরপর আরেক ওপেনার সাদমান ইসলাম ও মুশফিকুর রহিমকেও ফিরিয়েছেন সাজিদ। পাকিস্তানি স্পিনার পরে তুলে নিয়েছেন আরো দুটি উইকেট। ৭১ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে কাঁপছে বাংলাদেশ।

[৪] প্রথম ইনিংসে মোট ৯৮.৩ ওভার খেলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ইনিংস শেষে ৫০ রানে অপরাজিত ছিলেন ফাওয়াদ। তাঁর সঙ্গে ৫৩ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

[৫] আজকের দিনের শুরুতেই অবশ্য বল হাতে জোড়া সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই উইকেটে থিতু হয়ে যাওয়া আজহার আলীকে ফিরিয়ে দেন ইবাদত। এরপর থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার বাবর আজমকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। টেস্ট ক্যারিয়ারে এটাই তার প্রথম উইকেট।

[৬] ১৪৪ বল খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার ৫৭ রানে ফিরে যান। ভাঙে ১২৩ রানের শক্ত জুটি। ইবাদতের বলটি অবশ্য উইকেট নেওয়ার মতো ছিল না। বাংলাদেশি পেসার শর্ট বল দেন। কিন্তু বলে তেমন গতি ছিল না। চার হজম করার মতোই ডেলিভারি ছিল। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই টাইমিংয়ে গড়বড় করেন আজহার। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন কিপার লিটন দাস।

[৭] এরপর ৭৬ রান করা বাবরকে এলবির ফাঁদে ফেলেন খালেদ। ২০১৮ সালে অভিষেক হওয়া খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে পেলেন প্রথম উইকেটের স্বাদ। এরপর আর পাকিস্তানের একটি উইকেটও ফেলতে পারেনি স্বাগতিকরা।

[৮] মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সকাল ১০টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের টানা দুদিন ভেসে যায় বৃষ্টিতে। আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলাও মাঠে গড়াতে বিলম্ব হয়। আশার কথা, আজ সকাল থেকে বৃষ্টির প্রভাব কম।

[৯] তাই সকালেই ক্রিকেটাররা মাঠে এসে পৌঁছান। খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু আউটফিট ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। আজ সবকিছু ঠিক থাকলে অন্তত ৮৬ ওভার খেলা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়