শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্পাইডার ম্যান’ টম হল্যান্ড এবার গায়ক-নৃত্যাভিনেতা ফ্রেড এসটায়ারের চরিত্রে

ইমরুল শাহেদ: ‘স্পাইডার ম্যান’ ছবির প্রচারণার সময় টম হল্যান্ড এক সাক্ষাৎকারে বায়োপিকটি নিয়ে কথা বলেছেন। যদিও ছবিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তিনি আগাম জানান দিলেন, এসটায়ার যে জুতো ব্যবহার করতেন সেই জুতোই তিনি ছবিটিতে ব্যবহার করবেন বলে জানালেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘চিত্রনাট্য হাতে পেয়েছি এক সপ্তাহ আগে। আমি সেটা এখনো পড়িনি।’ জানালেন, তিনি স্পাইডার ম্যান ছবিতে সুযোগ পেয়েছেন, শুধু তিনি দেখতে সুন্দর নন বলে। অস্কার মনোনয়ন পাওয়া প্রযোজক এমি পাস্কল রসিকতা করে বলেছেন, এসটায়ারের চরিত্রটি টম হল্যান্ড করুক। স্পাইডার ম্যান অভিনেতা উল্লেখ করেন, ‘প্রযোজিকার সঙ্গে পূর্বাহ্নে আমার কথা হয়েছে। তার সঙ্গে কথা বলতে বলতে আমি গোসল করছিলাম। তিনি রসিকতা করে বললেও এটাই সত্যি যে আমি ফ্রেড এসটায়ারের চরিত্রটি করছি।’ এসটায়ার ছিলেন একজন সু-অভিনেতা। তিনি ৩০টি ছবিতে অভিনয় করেছেন।

এমন একজন পারফর্মারের চরিত্রে টম হল্যান্ড অভিনয় করবেন তাতে আশ্চর্যের কিছু নেই। স্পাইডার ম্যান হল্যান্ড অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন লণ্ডনের মঞ্চের মাধ্যমে। তিনি বিলি এলিয়টের ভূমিকায় ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ওয়েস্ট এ্যান্ডে অভিনয় করেছেন। চরিত্রটি ছিল সঙ্গীতপ্রধান। অন্যদিকে ফ্রেড এসটায়ার যেসব ছবিগুলোতে অভিনয় করেছেন সেগুলো ছিল নাচপ্রধান। এ ধরনের চরিত্রে অভিনয় করে তিনি ছিলেন যথেষ্ট জনপ্রিয়। ব্রডওয়ে এবং ওয়েস্ট এ্যান্ডে প্রায় সাত দশক পারফর্ম করেছেন তিনি।

‘স্যুইং টাইম’, ‘দি গে ডিভোর্স’ এবং ‘টপ হাট’ ছবিগুলোতে দক্ষ পারফরম্যান্স তাকে তারকা জগতে মর্যাদার স্থানে নিয়ে গেছে। জিনজার রজার্সের সঙ্গে তার জুটি এখনো দর্শক স্মরণ করেন। টম হল্যান্ডের চরিত্রের কথা বাদ দিয়েই ফ্রেড এসটায়ারকে নিয়ে আরো অনেক কাজ হচ্ছে। টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। সূত্র: ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়