শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: কাপড়ে লেগে থাকা নোংরাকে যতোই ‘ভেজিটেবল ডাই’ বলে চালানোর চেষ্টা হোক, বিষ্ঠা আসলে বিষ্ঠাই

আরিফ জেবতিক: বাংলা সিনেমার এক নায়িকা তাকে এড়িয়ে চলে। তাই নায়িকার সহযোগীকে ফোন করে সেই ফোনে নায়িকার সঙ্গে কথা বলছে। এক্ষুণি ফাইভ স্টার হোটেলের স্যুট রুমে নায়িকাকে যেতে হবে। সে হুমকি দিচ্ছে, ‘আমি এখন পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাচ্ছি, তোকে বাইন্ধা নিয়ে আসবে।’ এই লোক বলছে, ‘তোকে আমি রেপ করবো, সামনে পিছে দুদিক দিয়ে।’ এই যে ফাইভ স্টার হোটেলে বসে রাষ্ট্রের বাহিনী দিয়ে নায়িকা ধরে নিয়ে এসে ধর্ষণের আকাক্সক্ষা ব্যক্ত করছে, এই লোককে এই শক্তি কে দিয়েছে? কবি এখানে নিরুত্তর। মন্ত্রিসভার সমন্বিত দায়ভার প্রধানমন্ত্রীর। তিনি এরকম একটি ধর্ষক মানসিকতার, অশ্লীল, সাইকোপ্যাথকে তার সার্কেলে কেন রেখেছেন এবং রাখা কন্টিনিউ করবেন কিনা সেটা দেখার জন্য আমি আগ্রহভরে অপেক্ষা করবো। এই লোলুপ উন্মাদকে পোর্টফোলিওতে রেখে তিনি যেখানেই নারী স্বাধীনতা, নারী নিরাপত্তা, সুশীল সৌন্দর্য অথবা আর যতোই নীতিবাক্য আগামীতে বলবেন, সবই অর্থহীন হয়ে উঠবে।

আমি জানি সহমত ভাইয়েরা কিছুক্ষণের মধ্যেই ‘ইগালা ইডিট করা যায় ভাই’ বলে ঝাঁপিয়ে পড়বে। এগুলোকে বিএনপির ষড়যন্ত্রও বলা শুরু হবে। বলবে যে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল কথা বলার শোধ তুলতে এই অডিও ফাঁস করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কাপড়ে লেগে থাকা নোংরাকে যতোই ‘ভেজিটেবল ডাই’ বলে চালানোর চেষ্টা হোক, বিষ্ঠা আসলে বিষ্ঠাই। পাবলিক বিষ্ঠাকে বিষ্ঠাই বলছে। কাপড় ধুবেন নাকি বিষ্ঠা লাগিয়ে রাখবেন, সেই সিদ্ধান্ত কাপড়ের মালিকের। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়