সুমাইয়া মিতু: [২] রোববার ভারতের মহারাষ্ট্রে অওরঙ্গাবাদ জেলায় ১৯ বছর বয়সী গর্ভবতী এক তরুণীকে হত্যা করা হয়। কীর্তি থোর নামের ঐ তরুণী গত জুন মাসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরিবারের অমতে বিয়ে করেন। এনডিটিভি, ইন্ডিয়া-টুডে
[৩] হিন্দুস্তান টাইমস জানায়, পালিয়ে বিয়ে করার জেরে যোগাযোগ করে ঘটনার দিন কীর্তির বাড়ি যায় তারা। পুলিশ জানায়, কীর্তি তার মা ও ভাইয়ের জন্য চা বানাতে রান্নাঘরে গেলে পেছন থেকে মা এসে তার পা চেপে ধরে এবং ভাই ছুরি দিয়ে শরীর থেকে মাথাটিকে আলাদা করে ফেলে। পরে তরুণীর মা ও ভাই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। সম্পাদনা: মোহাম্মদ রকিব