শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অসম্ভব’ ছবিটি শুধু পরিচালনা নয়, এ ছবিতে আমি অভিনয়ও করছি, বললেন অরুণা বিশ্বাস

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা অরুণা বিশ্বাস এখন অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘অসম্ভব’ ছবির চিত্রায়ন নিয়ে মানিকগঞ্জ লোকেশনে ব্যস্ত রয়েছেন। তার এ ছবিটিতে অভিনয় করছেন সোহানা সাবা। বিপরীতে রয়েছেন গাজী আব্দুন নূর। এছাড়া ছবিটিতে রয়েছেন আবুল হায়াৎ, শাহেদ, স্বাগতা এবং কেন্দ্রীয় চরিত্রে অরুণার মা যাত্রা সম্্রাজ্ঞী জোৎস্না বিশ্বাস। একদিকে বৃষ্টি, আরেক দিকে শুটিং - থেমে নেই যাত্রা নিয়ে নির্মিত ‘অসম্ভব’ ছবির কোনো কিছুই। অরুণা বিশ্বাস নিজের ফেসবুকে লিখেছেন, ‘অসম্ভব’ শুধু একটি চলচ্চিত্র না, একটি সংগ্রাম। সোহানা সাবা মন্তব্যের ঘরে অরুণার প্রশংসা করে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ছবি নির্মাণ করতে গিয়ে অরুণা বিশ্বাস লোকেশন থেকে গণমাধ্যমকে বলেছেন, ‘একজন নির্মাতার দায়িত্ব আসলে অনেক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে। শিল্পীর জামা-কাপড় ঠিক করে দেওয়া থেকে শুরু করে অভিনয় বোঝানো সব কিছুই করছি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। পরিচালনাটা উপভোগই করছি বলা যায়।’ তিনি এ রিপোর্টারকে বলেন, ‘ডিসেম্বরের ৭ তারিখ সেখানে কাজ শেষ করার কথা ছিল।

বৃষ্টির কারণে একদিন আগেই লোকেশন থেকে ফিরে আসছেন। প্রথম লটে ১০০ জনের ইউনিট নিয়ে ১২ দিন কাজ করেছেন। বাকি রয়েছে শুধু একটি গানের একটি পোর্শন। সেটা ঢাকাতে করা যাবে। কাজ নিয়ে আমাকে খুব একটা বেগ পেতে হয়নি। শিল্পীরা কে কার থেকে ভালো করবে এই নিয়ে চলছে প্রতিযোগিতা। সুতরাং সবার কাছ থেকে প্রত্যাশাব্যঞ্জক কাজ পেয়েছি। সবাই বলছে, অনেক দিন পর আমরা চলচ্চিত্রে কাজ করছি বলে মনে হচ্ছে। বিশেষ করে আবুল হায়াৎ আংকেল যে কাজ গুলো করা বারণ, সেগুলো করতেও দ্বিধা করেননি।

আশা করি অসম্ভব একটি ভালো সিনেমা হয়ে উঠবে। যাত্রা নিয়ে লোকজনের যে একটা বিরুপ ধারণা রয়েছে সেটা একেবারেই বদলে যাবে এই ছবি দিয়ে।’ অরুণা বলেন, ‘শুধু পরিচালনা না, আমি কিন্তু এ সিনেমায় অভিনয়ও করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়