শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাওয়াদের প্রভাবে বৃষ্টি, কর্মজীবী মানুষের ভোগান্তি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হলেও রাত থেকে শুরু হয় ভারি বৃষ্টি। সকালে অফিসগামীসহ প্রয়োজনে বাসা থেকে বের হওয়া মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে।

[৩] মহাখালী এলাকায় অফিসগামী শফিকুল ইসলাম বলেন, রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। সিএনজি ও রিক্সা ভাড়া দ্বিগুনেরও বেশি। আমরা সাধারণ মানুষই সব সময়ই বিপদে থাকি। একটু কিছু হলেই সবাই ভাড়া বেড়ে যায় কিন্তু আমাদের বেতন তো আর বাড়ে না।

[৪] মহাখালী বাস টার্মিনালে কথা হয় সামিয়া আক্তারের সঙ্গে। তিনি বলেন, আমি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রাত বারটায় নিজেস্ব গাড়ি নিয়ে বের হয়েছি। বৃষ্টি হওয়ার কারণে গাজীপুর চৌরাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আমি প্রায় ৪ঘণ্টা যানজটে ছিলাম। এখন ৩শ ফিট দিয়ে যাবো।

[৫] সিরাজগঞ্জগামী এক যাত্রী বলেন, আমি সকাল ৭টার বাসে যাওয়ার জন্য এসেছি। টিকিট দিয়েছে ৮টার বাসের। এখন বাজে ৮.৩০ মিনিট। তবুও বাস ছাড়ার খবর নেই।

[৬] ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা কাটেনি। সাগর উত্তাল রয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

[৭] আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়