রাজু চৌধুরী : [২] ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় থেকে একটি খালি ম্যাগাজিনের পিস্তলসহ রাঙ্গুনিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রজন্ম দলের সহ-সভাপতি এস এম লোকমান হোসেন(৪১)'কে হাতেনাতে
আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।
[৩] জানা গেছে, ১ ডিসেম্বর বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে এসআই এ এম সফিউল আজম মুন্সী, এএসআই তাপস কান্তি দাস, এএসআই তাজুল ইসলাম , এএসআই জয়নাল আবেদীন এবং সঙ্গীয় ফোর্সসহ ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় ডি টি রোডস্থ সিটি আই হোটেলের ভেতর হতে আটক করা হয়। তার পিতার নাম হাজী আহাম্মদ সবুর এবং মাতা মৃত আম্বিয়া খাতুন। তিনি রাঙ্গুনিয়া থানাধিন চন্দ্রঘোনা, কদমতলী খলিলুর রহমানের বাড়ির বাসিন্দা।
[৪] উল্লেখ্য যে, এস এম লোকমান হোসেন রাঙ্গুনিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রজন্ম দলের সহ-সভাপতি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪(চার) টি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় ডবলমূরিং থানায় অস্ত্র আইনে একটা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ