রাশিদুল ইসলাম : [৩] জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে কর্মশক্তির ২০ শতাংশ আসে নারীর অবদান থেকে এবং তারা কাজ থেকে বিরত রাখলে পারিবারিক আয় হ্রাস পায় আধা বিলিয়ন ডলার। নারীরা কাজ করতে না পারলে এ ক্ষতি ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে যা দেশটির জিডিপি’র ৫ শতাংশ। দি প্রিন্ট
[৪] জাতিসংঘের প্রতিবেদন বলছে আফগানিস্তানের অর্থনীতি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চলমান নগদ সংকটের কারণে চাপের মধ্যে রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো আফগানিস্তানের ৯ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রেখেছে।
[৫] ইউএনডিপির প্রধান আবদুল্লাহ আল দারদারি এক সাক্ষাৎকারে বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া আফগান অর্থনীতির প্রকৃত পুনরুদ্ধার সম্ভব নয়। আফগান উৎপাদনশীলতায় শিক্ষিত নারীদের অবদান একই স্তরের শিক্ষার সাথে পুরুষদের তুলনায় বেশি।