শোয়েব সর্বনাম: ১. সংবাদমাধ্যমগুলো বলতেছে 'হিজরা সম্প্রদায়ের' একজন চেয়ারম্যান নির্বাচিত হইছেন। অথচ আগে কখনো শুনি নাই 'নারী সম্প্রদায়ের' একজন প্রধানমন্ত্রি হইছেন কিংবা 'পুরুষ সম্প্রদায়ের' কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হইলেন।
আমার প্রশ্ন হচ্ছে, হিজরা কি সম্প্রদায়?
২. আবার কোথাও কোথাও হিজরাকে বলা হচ্ছে তৃতীয় লিঙ্গ। হিজরা তৃতীয় লিঙ্গ হইলে প্রথম লিঙ্গ কোনটা? আর দ্বিতীয়?
৩. তৃতীয় প্রশ্নটা একটু ভিন্ন। লোকেদের ভোটের অধিকার নাই রাতের অন্ধকারে ভোট এইসব অভিযোগ তো দেখি ফেসবুকে।
তো, একজন হিজরা পাশ করলো কোন সিস্টেমে?