শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাইয়ের ভোট দিতে কেন্দ্রে গিয়ে ধরা ছোট ভাই

নিউজ ডেস্ক : বড় ভাই ঢাকায় থাকেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে এলাকায় যেতে পারেননি। তার ভোট দিতে কেন্দ্রে যায় ১৫ বছর বয়সী কিশোর অসীম। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটও দেয় সে। তবে পরে আটক হয় অসীম। বাতিল করা হয় তার সিল দেওয়া ব্যালট পেপারটিও। জাগোনিউজ

রোববার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের তারাঞ্জু বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তার মতোই ঢাকায় থাকা বড় ভাইয়ের ভোট দিতে এসে আটক হয় ১৭ বছর বয়সী তরুণ সফিকুলও। তবে অসীম ভোট দিতে পারলেও সফিকুল ভোট দেওয়ার আগেই আটক হয়।

অসীম বলে, ‘আমার বড় ভাই অনন্ত ঢাকায় চাকরি করেন। বড় ভাইয়ের ভোট দিতে বাবা আমাকে কেন্দ্রে পাঠান। আমি ভোটটা নৌকা মার্কায় ভোট দিয়েছি।’

জাল ভোট দিতে এসে আটক সফিকুল বলে, ‘আমার ভাইয়ের নাম জাহাঙ্গীর ইসলাম। তিনি ঢাকায় থাকেন। তার ভোট দিতে এসেছিলাম। আমি আসতে চাইছিলাম না। তবে মানিক নামে এলাকার এক বড় ভাই আমাকে জোর করে ভোট দিতে পাঠিয়েছে। তিনি নৌকার পক্ষের লোক।’

আমজানখোর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ‘তারা দুজনে তাদের বড় ভাইয়ের ভোট দিতে এসেছিল। যেটিকে আমরা জাল ভোট বলে থাকি। তাদেরকে আটক করেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়