শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাইয়ের ভোট দিতে কেন্দ্রে গিয়ে ধরা ছোট ভাই

নিউজ ডেস্ক : বড় ভাই ঢাকায় থাকেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে এলাকায় যেতে পারেননি। তার ভোট দিতে কেন্দ্রে যায় ১৫ বছর বয়সী কিশোর অসীম। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটও দেয় সে। তবে পরে আটক হয় অসীম। বাতিল করা হয় তার সিল দেওয়া ব্যালট পেপারটিও। জাগোনিউজ

রোববার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের তারাঞ্জু বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তার মতোই ঢাকায় থাকা বড় ভাইয়ের ভোট দিতে এসে আটক হয় ১৭ বছর বয়সী তরুণ সফিকুলও। তবে অসীম ভোট দিতে পারলেও সফিকুল ভোট দেওয়ার আগেই আটক হয়।

অসীম বলে, ‘আমার বড় ভাই অনন্ত ঢাকায় চাকরি করেন। বড় ভাইয়ের ভোট দিতে বাবা আমাকে কেন্দ্রে পাঠান। আমি ভোটটা নৌকা মার্কায় ভোট দিয়েছি।’

জাল ভোট দিতে এসে আটক সফিকুল বলে, ‘আমার ভাইয়ের নাম জাহাঙ্গীর ইসলাম। তিনি ঢাকায় থাকেন। তার ভোট দিতে এসেছিলাম। আমি আসতে চাইছিলাম না। তবে মানিক নামে এলাকার এক বড় ভাই আমাকে জোর করে ভোট দিতে পাঠিয়েছে। তিনি নৌকার পক্ষের লোক।’

আমজানখোর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ‘তারা দুজনে তাদের বড় ভাইয়ের ভোট দিতে এসেছিল। যেটিকে আমরা জাল ভোট বলে থাকি। তাদেরকে আটক করেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়