শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাইয়ের ভোট দিতে কেন্দ্রে গিয়ে ধরা ছোট ভাই

নিউজ ডেস্ক : বড় ভাই ঢাকায় থাকেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে এলাকায় যেতে পারেননি। তার ভোট দিতে কেন্দ্রে যায় ১৫ বছর বয়সী কিশোর অসীম। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটও দেয় সে। তবে পরে আটক হয় অসীম। বাতিল করা হয় তার সিল দেওয়া ব্যালট পেপারটিও। জাগোনিউজ

রোববার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের তারাঞ্জু বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তার মতোই ঢাকায় থাকা বড় ভাইয়ের ভোট দিতে এসে আটক হয় ১৭ বছর বয়সী তরুণ সফিকুলও। তবে অসীম ভোট দিতে পারলেও সফিকুল ভোট দেওয়ার আগেই আটক হয়।

অসীম বলে, ‘আমার বড় ভাই অনন্ত ঢাকায় চাকরি করেন। বড় ভাইয়ের ভোট দিতে বাবা আমাকে কেন্দ্রে পাঠান। আমি ভোটটা নৌকা মার্কায় ভোট দিয়েছি।’

জাল ভোট দিতে এসে আটক সফিকুল বলে, ‘আমার ভাইয়ের নাম জাহাঙ্গীর ইসলাম। তিনি ঢাকায় থাকেন। তার ভোট দিতে এসেছিলাম। আমি আসতে চাইছিলাম না। তবে মানিক নামে এলাকার এক বড় ভাই আমাকে জোর করে ভোট দিতে পাঠিয়েছে। তিনি নৌকার পক্ষের লোক।’

আমজানখোর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ‘তারা দুজনে তাদের বড় ভাইয়ের ভোট দিতে এসেছিল। যেটিকে আমরা জাল ভোট বলে থাকি। তাদেরকে আটক করেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়