স্পোটর্স ডেস্ক: [২] দলিয় ১৬৯ রানে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। পাকিস্তান অধিনায়ন বাবার আয়মেকে বোল্ড আউঠ করে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।
[৩] এর আগে দিনের শুরুতে ১৪৬ রানে আব্দুল্লাহ শফিককে এলবিডাব্লিউ এর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। পরের বলে অভিজ্ঞ আজহার আলিকে এলবিডাব্লিউ করে বিনা রানে ফেরান তিনি।
[৪] বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। এর আগে প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ। ৫২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং ৪২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মিরাজ। ১০৭ রানে অপরাজিত আবিদ আলি।