শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেইজিংয়ের রাস্তায় চলছে চালকবিহীন ‘রোবোট্যাক্সিস’

খালিদ আহমেদ: [২] দেখতে সাধারণ গাড়ি মনে হলেও সাদা রংয়ের ট্যাক্সিক্যাবে চালকের আসনে কেউ নেই। অথচ চলছে বেশ স্বাচ্ছন্দ্যেই। রাইডারের সঙ্গে যোগাযোগও হচ্ছে, গন্তব্য ঠিক করছে, আবারো রাইড শেষে ঠিক মতো ভাড়াও বুঝে নিচ্ছে ট্যাক্সিটি।

[৩] অবিশ্বাস্য হলেও এমনই দৃশ্যই ধরা পরেছে চীনের রাজধানী বেইজিংয়ের সড়কে। চালকবিহীন এই ট্যাক্সিকে বলা হচ্ছে ‘রোবোট্যাক্সিস’। পরীক্ষামূলকভাবে চালকবিহীন এই ট্যাক্সি সড়কে নামানোর অনুমতি পেয়েছে একটি প্রতিষ্ঠান।

[৪] অনুমতি পেয়েই প্রায় এক ডজন চালকবিহীন রোবোট্যাক্সি সড়কে ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে এসব ট্যাক্সি খুব বেশি দুরত্বের গন্তব্যে যাবে না। দুই আসনের এসব ট্যাক্সি শুধু চলাচল করবে বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায়।

[৫] ট্যাক্সিক্যাবের চালকের পাশের আসনে থাকবেন একজন সহকারি। যার কাজ হবে, কোন বিপজ্জনক পরিস্থিতি সামাল দেওয়া। তবে গাড়ি চলবে স্বয়ংক্রিয়ভাবে। চালকবিহীন এসব ট্যাক্সি তৈরিতে বিনিয়োগ করছে চীনের গুগল হিসাবে পরিচিত টেক জায়ান্ট বাইদু। একটি অ্যাপের মাধ্যমে চলবে রোবোট্যাক্সিস। এই প্রতিষ্ঠান চালকবিহীন গাড়ি তৈরিতে চীনে নেতৃত্ব দিচ্ছে। তারই অংশ হিসাবে বেইজিংয়ে রোবোট্যাক্সিসের যাত্রা শুরু হলো।

[৬] বাইদু জানিয়েছে, সহকারি ছাড়া একদম চালকবিহীন ট্যাক্সি নামাতে আরো কয়েক বছর সময় লাগবে। কারণ, রোবোট্যাক্সির নিরাপত্তা নিশ্চিতে আরো অনেক কিছু করতে হবে। সেই সঙ্গে এটি ব্যবহারেও রাইডারকে অভ্যস্ত হতে সময় দিতে হবে।

[৭] বাইদু আরও জানিয়েছে, ট্রায়াল চলার সময়ে রোবোট্যাক্সিগুলো পাঁচ লাখ রাইড পূর্ণ করেছে। এরপরই সড়কে নামানোর অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে এসব ট্যাক্সি ব্যবহার করে রাইডাররা প্রায় ৬০০ গন্তব্যে সহজেই পৌছাতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

[৮] বেইজিংয়ের রাস্তায় এই মুহূর্তে ৫৭টি রোবোট্যাক্সি নামিয়েছে বাইদু। প্রতি ছয় কিলোমিটারের জন্য ভাড়া রাখা হয়েছে ৩৫ টাকারও কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়