নিউজ ডেস্ক: চট্টগ্রামে চলন্ত বাসে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আরাফাত হোসেন (২৯) নামে বাস চালকের এক সহকারীকে (হেলপার) পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। যুগান্তর
পুলিশ জানায়, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ৩ নম্বর হিউম্যান হলারে করে কলেজে আসা-যাওয়া করত। বুধবার বাস থেকে নেমে ভাড়ার টাকা ফেরত নেওয়ার সময় ওই শিক্ষার্থীর হাতে চিরকুট গুজে দেয় চালকের সহকারী। ওই ছাত্রী চিরকুট নিয়ে নেয়।
বৃহস্পতিবার সহপাঠীদের সহযোগিতায় ফোন দিয়ে কৌশলে ওই হেলপারকে ডেকে আনে। এ সময় তার সঙ্গে বাগবিতণ্ডা হলে পুলিশে দেয় সহপাঠীরা।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।