স্পোর্টস ডেস্ক : [২] দিয়েগো ম্যারাডোনা, বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা এই নামটা চিরদিন মনে রাখবেন। অনেকের মতে তিনি সর্বকালের সেরা ফুটবলার। এ নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও দিয়েগো ম্যারাডোনাকেও কেউ ভুলতে পারবেন না। আজ (২৫ নভেম্বর) বিশ্ব ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূর্তী। ২০২০ সালের এই দিনে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এ ছাড়াও নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মাদকাসক্ত হয়ে পড়ায় কিডনি, লিভার নিয়ে জটিলতায় ভুগছিলেন তিনি।- রোমটাইমস
[৩] আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে আজ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। মাঠে খেলোয়াড়েরা ‘১০’ সংখ্যার আদলে দাঁড়াবেন ম্যারাডোনার বিখ্যাত ১০ নম্বর জার্সিকে সম্মান জানিয়ে। বুয়েনস এইরেসের যে বস্তিতে ম্যারাডোনা বেড়ে উঠেছেন সেখানেও বিশেষভাবে স্মরণ করা হবে কিংবদন্তিকে।- প্রথমআলো
[৪] শুধু আর্জেন্টিনা কেন, ইতালির নেপলস শহরও প্রস্তুত ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূর্তি স্মরণীয় করে রাখতে। সেখানকার ক্লাব নাপোলিকে বড় দলগুলোর কাতারে তুলে এনেছিলেন ম্যারাডোনা। তার প্রতি নেপলসবাসীর ভালোবাসা সব সময়ই অতুলনীয়। যেমন সেখানে ম্যারাডোনার দুটি মূর্তি উন্মোচন করা হবে। এদিকে আর্জেন্টাইন ফুটবল লিগ এরই মধ্যে শ্রদ্ধা জানিয়েছে ম্যারাডোনাকে। তার জীবন নিয়ে বানানো ভিডিওচিত্র বলা হয়, আমরা বাকি জীবন আপনাকে মিস করব।