শিরোনাম
◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১১:৪৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের হাফ পাসের আন্দোলনে হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

নিউজ ডেস্ক : গণপরিবহনে হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আরটিভি, ঢাকাপোস্ট

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি থেকে মিছিল শুরু হয়। পরে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে এতে অংশ নেন পরিষদের শতাধিক নেতাকর্মী।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরাও ছাত্র, কিন্তু তাদের হাফ পাস লাগে না। কারণ তাদের তথাকথিত বড় ভাইয়েরা বাস মালিকদের নিকট থেকে মাসিক মাসোহারা পায়। বাস মালিকরা যদি হাফ পাস চালু করে তাহলে তাদের চাঁদার পরিমাণ কমে যাবে। তাই তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতেও দ্বিধা করে না।

তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণঅভ্যুত্থান, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সফল করেছে। সুতরাং শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছে এই আন্দোলনও সফলতার মুখ দেখবে।

সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আপামর ছাত্রজনতা যখনই কোনো যৌক্তিক আন্দোলনে নেমেছে তখনই ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররা তাদের কাছে জিম্মি হয়ে আছে। ছাত্রলীগ এমন করতে থাকলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কোটা সংস্কার আন্দোলনের মতো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

প্রশাসনের প্রতি অনুরোধ করে ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্রসংগঠন নেই। এটি এখন অপরাধী সংগঠন হয়ে গেছে। সায়েন্সল্যাবে ছাত্রলীগের যারা ছাত্র-জনতার ওপর হামলা করেছে অতিসত্বর তাদের আইনের আওতায় আনুন। আপনারা যদি আইনের আওতায় না আনেন তাহলে এ দেশের ছাত্রসমাজ বসে থাকবে না। হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি শিক্ষার্থীদের অধিকার।

উল্লেখ্য, আজ দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধের সমাপ্তি ঘোষণা শেষে সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত মোড়ের দিকে যাওয়ার পথে ঢাকা কলেজের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের খবর পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়