শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে কিশোরের বিচক্ষণতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

সাজিয়া আক্তার: [২] ঠাকুরগাঁও সদর উপজেলায় মাসুদ রানা নামে এক কিশোরের বুদ্ধিতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন। উপজেলার চিলারং ইউনিয়নের ঘুন্টি এলাকায় রেললাইনের জয়েন্ট ৪৭৯.০ কি.মিতে লাইনের সংযোগ প্রায় ৮ ইঞ্চি ভাঙা ছিল। কিন্তু তার তাৎক্ষণিক বুদ্ধির কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। বাংলাদেশ প্রতিদিন

[৩] ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার সময় এই লাইনটি ভেঙ্গে যায়। ঢাকা নিউজ২৪

[৪] মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মাসুদ রানাসহ (১৫) রেললাইন দিয়ে চার বন্ধুসহ হাঁটছিল। হঠাৎ চোখে পড়ে রেললাইনের ওই ভাঙা অংশ। দেখা মাত্রই দৌড়ে খবর দেয় রেললাইনের গেটম্যানকে। রেললাইনের গেটম্যান এসে মাসুদসহ অন্যান্যদের সহায়তায় লাল পতাকা উড়িয়ে আটকান কাঞ্চন নামের ট্রেনটি। মাসুদ রানা চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

[৫] কিশোর মাসুদ রানার সাথে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে রেললাইন দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি রেললাইন ভাঙা। সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে বিষয়টি গেটম্যানকে জানিয়ে দেয়।

[৬] গেটম্যান আজিজুল ইসলাম বলেন, মাসুদ খবর দেওয়ার পরে আমরা কাঞ্চন ট্রেনকে আটকায়। আমি ঊর্ধ্বতন কর্মকতাকে কল দিয়ে বিষয়টি অবহিত করি। তারা এসে বিষয়টির সমাধান করেন। পরে কাঞ্চন ট্রেনকে পার করে দেওয়া হয়।

[৭] তিনি আরও বলেন, মাসুদ রানা বিষয়টি না জানালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সে যে কাজটি করছে সেটা প্রশংসনীয়। তার এই মহৎ কাজের জন্য দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীগুলো রক্ষা পেল।

[৮] রেলওয়ের (ঠাকুরগাঁও) সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল মতিন জানান, মাসুদ গেটম্যানকে বিষয়টি অবগত করার পরপরেই আমাদের লোকজন সেখানে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়