খালিদ আহমেদ: [২] রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় পলাতক দুই আসামির সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল।মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই দুই আসামির সম্পত্তি জব্দের আদেশ দেন।
[৩] এছাড়াও সম্পত্তি জব্দের বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য ১৩ ডিসেম্বর তারিখ ঠিক করেছে আদালত।
[৪] ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
[৫] ২ নভেম্বর আদালত মামলাটির অভিযোগপত্র আমলে নেয়। ফলে পলাতক আসামি কনক সারোয়ার ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার ওই পরোয়ানা তামিলের বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার তারিখ ঠিক করা ছিল।
[৬] ২০২০ সালের ১১ অক্টোবর মো. জাকির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।