শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলার অভিযোগ

মিনহাজুল আবেদীন: [২] আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ-পাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

[৩] টানা নয় দিনের মতো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবিতে আন্দোলন চলছে।

[৪] মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বকশীবাজার মোড়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা ১১টায় নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করে তারা।

[৫] বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৬] নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই কলেজের মধ্যে এখনো সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়া চলছে।’

[৭] এদিকে বেলা সাড়ে ১১টায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাস নিশ্চিতের দাবিতে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন। সম্পাদনা: খালিদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়