শিরোনাম
◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলার অভিযোগ

মিনহাজুল আবেদীন: [২] আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ-পাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

[৩] টানা নয় দিনের মতো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবিতে আন্দোলন চলছে।

[৪] মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বকশীবাজার মোড়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা ১১টায় নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করে তারা।

[৫] বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

[৬] নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই কলেজের মধ্যে এখনো সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়া চলছে।’

[৭] এদিকে বেলা সাড়ে ১১টায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাস নিশ্চিতের দাবিতে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন। সম্পাদনা: খালিদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়