ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়িতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসীর মৃত্যু হয়েছে।
[৩] সোমবার (২২ নভেম্বর) রাত ৯ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি বারৈয়ারহাট জুবলী স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৪] নিহত প্রবাসী আব্দুর রহিম মুন্না (৪০) উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড চরগাঁওপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
[৫] জানা গেছে, রহিম নিজ বাড়ি হতে প্রসাধনী ক্রয় করতে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদর বিবিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে জুবলি স্কুলের সামনে একটি লোহার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় তার মাথায় মারাত্মক জখম হয়। এ সময় স্থানীয়রা রহিমকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
[৬] পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহিম গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত হতে দেশে ছুটিতে এসেছেন। দেশে ফেরার চারদিনের মাথায় মর্মান্তিক মৃত্যু হলো তাঁর। রহিমের ৭ বছরের এক কন্যা এবং তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। সম্পাদনা: হ্যাপি