শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিতুমীর কলেজে ছাত্রীনিবাসের বৈদ্যুতিক তার চুরিতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা

নাজমুল হুদা: [২] রাজধানির সরকারি তিতুমীর কলেজের সিরাজ ছাত্রীনিবাস থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে গতকাল রাত থেকে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পুরো ছাত্রীনিবাস। পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় লেখাপড়া করতে ভোগান্তি পোহাতে হচ্ছে হলে থাকা পরিক্ষার্থীদের। রোববার (২১ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে প্রায় ২৫-৩০ ফুট তার চুরি হয়েছে বলে জানা যায়।

[৩] ছাত্রীনিবাসের থাকা শিক্ষার্থীরা ভোগান্তির কথা উল্লেখ করে জানায়, রোববার রাত ৩টার পর থেকে তাদের বিদ্যুৎ চলে যায়। এখনো তা আসেনি। এতে রাত জেগে লেখাপড়া করতে অসুবিধা হয়েছে তাদের।

[৪] তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত সিরাজ ছাত্রীনিবাসের এক শিক্ষার্থী বলেন, গতরাত সাড়ে তিনটা থেকে আর কারেন্ট পাইনি, তখনি হয়তো চুরি হয়েছে। আজ (সোমবার) সারাদিন ধরে কারেন্ট নেই। রান্নাবান্নায় সমস্যা। পরীক্ষা চলতেছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে।

[৫] সিরাজ ছাত্রীনিবাসের তত্বাবধায়ক রসায়ন বিভাগের প্রভাষক স্বান্তনা কর্মকার বলেন, রাতে এ চুরির ঘটনা ঘটেছে। এখন বিদ্যুতের লাইনের কাজ চলছে। দ্রুতই বিদ্যুৎ সংযোগ ঠিক হবে। নিরাপত্তা কর্মীরা এর সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর বোঝা যাবে কারা জড়িত।

[৬] তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, সহকারী সুপার থেকে জানলাম তার চুরির বিষয়টি। তাড়াতাড়ি তার সংযুক্ত করা হবে। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে, গার্ডদেরও ডাকা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়