সুজন কৈরী: [২] সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
[৩] অবরোধ কর্মসূচিতে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হতে দেখা যায়। তারা হাফ পাসের দাবি বাস্তবায়নে নানা শ্লোগান ও বক্তব্য দিচ্ছেন। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
[৪] মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তাদের বোঝানোর চেষ্টা চলছে।