শিরোনাম
◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি কাপে জেলা চ্যাম্পিয়ন 'বোয়ালমারী উপজেলা দল'

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরে 'আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ-১৯) প্রতিযোগিতা'য় বালক গ্রুপে বোয়ালমারী উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) বিকেলে জেলার শেখ জামাল স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় বোয়ালমারী উপজেলা দল ৩৭-১৯ পয়েন্টে ফরিদপুর সদর উপজেলা দলকে পরাজিত করে। এর আগে সকালে বোয়ালমারী উপজেলা দল সেমিফাইনালে সালথা উপজেলা দলকে ৫৪-২৭ পয়েন্টে পরাজিত করে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ ও করিম গ্রুপের সার্বিক সহযোগিতায় এই কাবাডি লীগের প্রতিযোগিতা শুরু হয় ১৮ নভেম্বর। শেষ হবে ২১ নভেম্বর ।

জেলা কাবাডি লীগ আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ (বালক ও বালিকা) প্রতিযোগিতায় ৯ টি উপজেলা দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে- ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা, মধুখালী উপজেলা ও সালথা উপজেলা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়। অন্যদিকে রানার আপ দল পায় ৬ হাজার টাকা এবং ট্রফি।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম ভোলা মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়