শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি কাপে জেলা চ্যাম্পিয়ন 'বোয়ালমারী উপজেলা দল'

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরে 'আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ-১৯) প্রতিযোগিতা'য় বালক গ্রুপে বোয়ালমারী উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) বিকেলে জেলার শেখ জামাল স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় বোয়ালমারী উপজেলা দল ৩৭-১৯ পয়েন্টে ফরিদপুর সদর উপজেলা দলকে পরাজিত করে। এর আগে সকালে বোয়ালমারী উপজেলা দল সেমিফাইনালে সালথা উপজেলা দলকে ৫৪-২৭ পয়েন্টে পরাজিত করে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ ও করিম গ্রুপের সার্বিক সহযোগিতায় এই কাবাডি লীগের প্রতিযোগিতা শুরু হয় ১৮ নভেম্বর। শেষ হবে ২১ নভেম্বর ।

জেলা কাবাডি লীগ আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ (বালক ও বালিকা) প্রতিযোগিতায় ৯ টি উপজেলা দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে- ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা, মধুখালী উপজেলা ও সালথা উপজেলা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়। অন্যদিকে রানার আপ দল পায় ৬ হাজার টাকা এবং ট্রফি।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম ভোলা মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়