শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে দল কিনছেন শাহরুখ খান ও নীতা আম্বানি

এল আর বাদল: [২] আইপিএলের ধাঁচে টি-টোয়েন্টি লিগ শুরু করতে চলেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আর তাতে টিম কিনতে চলেছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান, নীতা আম্বানি সহ আইপিএলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি দলের মালিক। শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারও টিম কিনতে ইচ্ছুক আমিরাত লিগে।

[৩] ৬টি দল নিয়ে আগামী বছর জানুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে আমিরাত টি-টোয়েন্টি লিগ। যাকে মিনি আইপিএল বলা হচ্ছে। একই ধাঁচে খেলা হবে। দুটো আইপিএল আয়োজন করে আরব আমিরাত ক্রিকেট বোর্ড অনেকটাই অভিজ্ঞ। সেই কারণেই কোমর বেঁধে টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চলেছে তারা। এমনিতে আমিরাতে টি-টেন লিগ যথেষ্ট জনপ্রিয়। ক্রিস গেইল থেকে শুরু করে ফাফ ডু প্লেসির মতো বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন তাতে। সেখানেই বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠতে পারে এই নতুন লিগ।

[৪] কারা আছে টিম কেনার দৌড়ে? মুম্বই ইন্ডিয়ান্স (গঁসনধর ওহফরধহং) ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য় আগ্রহ প্রকাশ করেছে। পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন টিমের মালিকরা যে দেশের বাইরে ক্রিকেট ব্যবসা ছড়ানোতে মন দিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শাহরুখ খানের সংস্থাও তাই চাইছে। রেড চিলিজ এমনিতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত।

[৫] এই লিগেও যদি জুড়ে যায়, তা হলে ক্রিকেট বিশ্বে কেকেআরের মালিকদের তৃতীয় টিম হবে। লড়াইয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের টিমের ৫০ শতাংশের মালিক শিল্পপতি কিরণ কুমার গান্ধীও। সদ্য দুটো টিম কেনার জন্য বিসিসিআইয়ের নিলামে অংশ নেওয়া ক্যাপ্রি গ্লোবালও আছে। আর রয়েছে বিগ ব্যাশ লিগের টিম সিডনি সিক্সার্সও। টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়