সুমাইয়া মিতু: [২] ব্লকচেইন অ্যানালাইটিক ফার্ম এলিপ্টিক-এর এক নতুন গবেষণায় দেখা গেছে, ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্লাটফর্ম বা ফিন্যান্স প্ল্যাটফর্মে জালিয়াতি এবং চুরির কারণে এই বছর এ ক্ষতি হয়েছে। আরটি নিউজ
[৩] বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তথাকথিত ডিফাই প্ল্যাটফর্মগুলিতে নগদ অর্থ বিনিয়োগের মাধ্যমে মানুষ এ প্লাটফর্মগুলোতে অংশ নেয়। ডিফাই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ধার নিতে পারে এবং অর্থ সংরক্ষণও করতে পারে। এ প্রযুক্তিটি স্বল্প অর্থ বিনিয়োগে অধিক লাভ প্রদান করে বলে জানান সমর্থকরা।
[৪] তবে বেশিরভাগ অনিয়ন্ত্রিত সেক্টরেগুলোতে অপরাধ বৃদ্ধির পেয়েছে। ব্যবহারকারীরা ২০২০-২০২১ অর্থবছরে ডিফাই প্লাটফর্মে ১২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, লোকসানের একটি বড় অংশ শুধুমাত্র ২০২১ সালেই হয়েছে। সম্পাদনা: ফাহমিদুল কবীর