স্পোর্টস ডেস্ক: [২] বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা একই সাথে ইনিয়েস্তার ফেরার ব্যাপারেও কাজ করছেন। বার্সার আরেক সাবেক ফুটবলার দানি আলভেসের ফেরার দিনে এমন সব সম্ভাবনার কথা জানাচ্ছেন তিনি। মূলত মেসি চলে যাবার পর মাঠ ও মাঠের বাইরে দুই দিকেই ব্যাপক ক্ষতির মুখে পড়ে ক্লাবটি।
[৩] লিগে বর্তমানে বার্সেলোনার অবস্থান ৯ নম্বরে। প্রথম পর্বের অর্ধেক খেলা হতে না হতেই ব্লু গ্রানারা বুঝতে পেরেছে কি হারিয়েছে তারা। কি হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ক্লাবটির।
[৪] শুধু কি মাঠে ফল, মাঠের বাইরেও আর্থিকভাবে দৈন্যদশা ক্লাবটির। তাইতো এখন বেশ নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ। ৩৮ বছর বয়সী দানি আলভেস ফিরেছেন বার্সার ডেরায়। ন্যু ক্যাম্পে তাকে ১০ হাজার সমর্থকদের সাথে বরণ করে নেবার সময় বার্সা প্রেসিডেন্ট আশা দেখালেন মেসিকেও এভাবে ফিরিয়ে আনার। - গোল ডটকম