খালিদ আহমেদ: [২] গণফোরাম সভাপতি আরো বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা ও সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার।
[৩] তিনি বলেন, গণঅধিকার পরিষদ নেতা ড. রেজা কিবরিয়া ও ভিপি নুর এর সাথে আমাদের নীতিগত পার্থক্য ও ভিন্নমত থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের উপর এ ধরনের হামলার জন্য গণফোরাম তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
[৪] ড. কামাল হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
[৫] বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বর্ষিয়ান এই রাজনৈতিক নেতা এই হামলাকে গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত বলে মন্তব্য করেছেন। টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক অতর্কিত হামলার শিকার হয়েছেন গণ-অধিকার পরিষদের নেতারা।