মাজহারুল ইসলাম: [২] বিশেষজ্ঞরা বলছেন, জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায়। তাই ভারতে ভ্রমণকারীদের মাধ্যমে জিকা ভাইরাস এ দেশে আসার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। করোনা ও ডেঙ্গুর ব্যাপকতার মধ্যে দেশে জিকা ভাইরাস দেখা দিলে মহাবিপদ দেখা দেবে। নিউজবাংলা২৪
[৩] ইতোমধ্যে ১০০ বেশি রোগী শনাক্ত হয়েছে ভারতে। এমন পরিস্থিতিতে বাংলাদেশেও এই ভাইরাসের ভয়াবহ ঝুঁকির শঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এডিস মশা জিকা ভাইরাসের বাহক। সেই একই মশা ডেঙ্গু ছড়ায়।
[৪] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ছাড়া দেশের অন্য কোনো হাসপাতালে জিকা শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই। তাই করোনা ও ডেঙ্গুর ব্যাপকতার মধ্যে দেশে জিকা ভাইরাস দেখা দিলে মহাবিপদ দেখা দেবে।