ওয়ালিউল্লাহ সিরাজ: [২] নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, পাঁচ বছরের বেশি বয়সীরা অনুষ্ঠানে যোগ দিতে চাইলে পূর্ণ ডোজ টিকা দিতে হবে অথবা কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে। বিবিসি
[৩] টাইমস স্কোয়ার অ্যালায়েন্সের প্রধান টম হ্যারিস বলেন, পাঁচ বছরের কম বয়সীরা অনুষ্ঠানে আসতে চাইলে এমন কারো সাথে আসতে হবে যিনি টিকা দিয়েছেন। যারা টিকা নেয়নি তাদেরকে অবশ্যই মাস্ক পড়তে হবে।
[৪] আমেরিকানরা ১৯০৪ সাল থেকে টাইমস স্কোয়ারে নববর্ষের আগের দিনটি উদযাপন করে। কিন্তু গত বছর দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জনগণকে অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করেছিলো।
[৫] কোভিড মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ২২৯ জন।