স্পোর্টস ডেস্ক: [২] এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের মালিক রিজওয়ান। রেকর্ড গড়া যাত্রায় রিজওয়ান যাদের পেয়েছে তাদের নাম উল্লেখ করেছেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজারের পাঠানো এক ভিডিও বার্তায়। যেখানে বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাসের কথাও উল্লেখ করেন তিনি।
[৩] রিজওয়ান বলেন, আমি খুবই খুশি যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করতে পেরেছি। আমি আরও বেশি খুশি যে পাকিস্তানের হয়ে আমি এই রেকর্ডটি করতে পেরেছি। আমি ধন্যবাদ দিতে চাই রিচার্ড বাইপাস, ইনজামাল উল হক ও শহীদ আসলামকে। যারা আমার এই অর্জনের পেছনে অবদান রেখেছেন।
[৪] রিচর্ড পাইবাস একাধিক মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্বে ছিলেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। তবে সাড়ে চার মাসের মধ্যেই অবশ্য দায়িত্ব ছাড়েন তিনি। -বিসিবি। সম্পাদনা: রাহুল রাজ।