শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে অভিনেত্রী এলিনা শাম্মী

ইমরুল শাহেদ: বলিউড নির্মাতা শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে এবার যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি অভিনয় করবেন বেগম খালেদা জিয়ার চরিত্রে। সোমবার বিকেলে এ ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে তিনি। ৬ ডিসেম্বর থেকে ছবিটির বাংলাদেশে শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি। শাম্মী বলেন, ‘এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

খালেদা জিয়ার সঙ্গে তার বৈশিষ্ট্যগত কোনো মিল আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ঠিক এটা বলতে পারব না। তারা তাদের লুক বাইরে প্রকাশ হতে দেয় না। আমি যখন ছবিটির জন্য প্রথম অডিশন দেই তখন শর্ট লিস্টে আমার নাম আসে। কিন্তু তখন যে চরিত্রটির জন্য আমার অডিশন নেওয়া হয়েছিল, সে চরিত্রে অন্য একজন কাজ করছেন। সে নামটি এখন আর বলতে চাই না। তারা তখন আমাকে বাদ দিয়েই শুটিংয়ে চলে যায়। আমারও মন ভেঙ্গে যায়। এবার হঠাৎই আমাকে চুক্তিবদ্ধ করা হয় এবং বলা হয় খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করতে হবে।

কেন আমাকে এই চরিত্রটিতে নির্বাচন করা হয়েছে, সেটা আমাকে বলা হয়নি। তবে শাড়ি, খোপা বা সামগ্রিক সাজগোজে আমার যে লুক তৈরি হয়, তাতে তিনি যখন মেজর জিয়ার তরুণী স্ত্রী ছিলেন, সে রকম একটা লুক আসে। যাহোক এর বেশি আমি আর কিছু বলতে পারব না।’ বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মিত হচ্ছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়