রাহুল রাজ: [২] নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের চারটি ভেন্যুতে হয়ে গেছে ৪৫ ম্যাচ।
[৩] ফাইনালের সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
[৪] টুর্নামেন্টের সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
[৫] সবচেয়ে বেশি জয়: অস্ট্রেলিয়া ৬
[৬] সবচেয়ে বেশি হার: বাংলাদেশ ৬
[৭] মোট ছক্কা: ৪০৫
[৮] মোট উইকেট: ৫২৬
[৯] সব দল মিলে মোট রান: ১৬১৬২
[১০] মোট ফিফটি: ৫৪
[১১] মোট সেঞ্চুরি: ১, জস বাটলার (ইংল্যান্ড)
[১২] সর্বোচ্চ ইনিংস: ভারত ২১০/২; প্রতিপক্ষ, আফগানিস্তান
[১৩] এক ম্যাচে সর্বোচ্চ রান: ইংল্যান্ড-দ. আফ্রিকা ৩৬৮ - আইসিসি। সম্পাদনা: রাহুল রাজ।