সুজিৎ নন্দী: [২] রাজধানীর টেকনিক্যাল মোড়ে নির্মাণ সামগ্রী ‘মিকচার বহনকারী’ একটি গাড়ি উল্টে রোববার সকাল সাড়ে ৫টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা যানজট সৃষ্টি হয়। সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই যানজট চলে। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
[৩] স্থানীয় পুলিশ জানায়, গাবতলী থেকে মিরপুর ১ নম্বরের দিকে যাওয়ার পথে উল্টে যায় খান রেডি মিক্সচার নামের একটি গাড়ি। দুর্ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
[৪] মিরপুর ট্রাফিক বিভাগ জানায়, ৩টার আগেই গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে।